মোঃতানভীর শেখ:গত সোমবার বিকেল ৫ঘটিকায় কেরানীগঞ্জ প্রেসক্লাবের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্ভোদন করেন প্রধান অতিথি বিদ্যুৎ, জ্বালানী ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু,প্রধান অতিথির বক্তব্যে নসরুল হামিদ বিপু বলেছেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা সাংবাদিকদের নৈতিক দায়িত্ব। তবে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হলে সংবাদ পরিবেশনের একটা ভালো পরিবেশ থাকা দরকার। সাংবাদিকদের ভালো পরিবেশ সৃষ্টি করে দেয়া আমাদের দায়িত্ব।আমার উদ্দেশ্য শেড,কিংবা এক তলা নয় এখানে যদি একটা মাল্টিস্কোয়ার বিল্ডিং করা যায় এখানে একটা লাইব্রেরি, ক্যাফে,ক্যান্টিন, এবং এখানে রাতে থাকারও ব্যবস্থা করা যায়,ভবিষ্যৎ এমন একটি আধুনিক বিল্ডিং করা যায় কিনা এমন চিন্তা থাকতে হবে প্রতিমন্ত্রী আরো বলেন, বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে, আর সাংবাদিকরা এ উন্নয়নের তথ্য প্রকাশ করে বলেই সবাই সে তথ্য জানতে পারে। তাই সাংবাদিকদের অবস্থার পরিবর্তনের দায়িত্ব আমাদেরই নিতে হবে। পাশাপাশি তিনি বর্তমান সরকারের সার্বিক উন্নয়ন জনসম্মুখে তুলে ধরতে সাংবাদিকদের প্রতি উদাত্ত আহ্বান জানান। এসময় প্রতিমন্ত্রী কেরানীগঞ্জ প্রেসক্লাবের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠানে কেরানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল গনির সভাপতিত্বে বক্তব্য রাখেন, জিনজিরা ইউপি চেয়ারম্যান সাকুর হোসেন সাকু, কেরানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর, প্রবীণ সাংবাদিক সাইফুল ইসলাম, সালাহউদ্দীন মিয়া, রায়হান খাঁন , সাবেক সভাপতি শফিক চৌধুরী, দেলোয়ার হোসেন প্রমুখ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন শুভাঢ্যা ইউনিয়নের চেয়ারম্যান হাজী ইকবাল হোসেন ,আগানগর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ্ খুশী সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি শাহজামান ও কেরানীগঞ্জ মডেল থানার ওসি(তদন্ত) মোল্লা সোয়েব আলী।ঢাকা জেলা পরিষদের অর্থায়নে কেরানীগঞ্জ প্রেসক্লাবের নতুন ভবনটি নির্মিত হবে।
Discussion about this post