৭১ বাংলাদেশ প্রতিনিধিঃআদালত সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ব্যতীত বহিরাগতদের মাধ্যমে আদালতের কোনো কাজ করানোর প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চট্টগ্রাম এর কার্যালয় হতে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বুধবার ২০ নভেম্বর চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ওসমান গণি স্বাক্ষরিত এক লিখিত আদেশে এই ঘোষণা দেওয়া হয়।
আদেশে আরো বলা হয়, আদালতের বিচারক ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার মাধ্যমে বিচারপ্রার্থী জনগণের ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব। সুষ্ঠ ও সুচারুরূপে কার্য সম্পাদনে ব্যতয় ঘটানো ন্যায়বিচারের অন্তরায়। আদালত সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ব্যতীত বহিরাগতদের মাধ্যমে কোনো কাজ সম্পাদনের সুযোগ প্রচলিত বিধি-বিধানে নেই।