বিশেষ প্রতিনিধিঃচট্টগ্রামের বাঁশখালীতে একদিনে রেকর্ড ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে সোনালী ব্যাংকের জলদী শাখার ম্যানেজার, সহকারী ম্যানেজার রয়েছেন।
শনিবার (২০ জুন) বাঁশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিউর রহমান মজুমদার এসব তথ্য জানান।
তিনি জানান গত ১৪ এবং ১৫ জুন মোট ৭৮ টি নমুনা সংগ্রহ করে চট্টগ্রাম শহরে ল্যাবে পাঠানো হয়। তার মধ্যে ২৯ জনের করোনা পজিটিভ এসেছে শুক্রবার মধ্যরাতে।বিষয়টি সত্যি উদ্বেগজনক।
আক্রান্ত ২৯ জনের মধ্যে সোনালী ব্যাংক লিমিটেডের জলদী শাখার ম্যানেজার, সহকারী ম্যানেজার ও আনসার সদস্যসহ ৬ জন, চাম্বলে ৪ জন, ছনুয়াতে ৬ জন, শেখেরখীলে ২জন, গুনাগরিতে ৩ জন, বৈলছড়ি চেচুরিয়াতে ৩ জন, পৌরসভার জলদীতে আশা’র দুইজন কর্মকর্তা সহ ৫ জন রয়েছেন।