টাঙ্গাইল ব্যুরোঃটাঙ্গাইলের নাগরপুরে বাংলা নববর্ষ ১৪২৬ ব্যাপক জাঁকজমক পূর্ণ ভাবে পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার সকালে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। মঙ্গল শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে অারম্ভ হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা হলচত্বরে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে এ সময় অারও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) ইয়াসমিন মনিরা, নাগরপুর থানা ইনচার্জ (ওসি) মোঃ আলম চাঁদ, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান, যুব উন্নয়ন অফিসার মাহবুবুল আলম, সরকারি যদুনাথ মডেল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম প্রমুখ।