কুতুব উদ্দিন রাজুঃঅক্ষরে অমরতা ” শ্লোগানের পতাকাবাহী আন্তর্জাতিক সাহিত্য ও সমাজ কল্যাণমূলক সংগঠন”কলম সাহিত্য সংসদ লন্ডন” এর ২০২০ চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়ামে মুজিববর্ষে বঙ্গবন্ধুকে নিবেদিত অমর একুশে গ্রন্থমেলায় সাহিত্য সম্মেলন ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করে।
এতে “কলম সাহিত্য সংসদ লন্ডন “এর চট্টগ্রাম জেলা শাখার সভাপতি করুণা আচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শহীদজায়া ও ভগ্নী বেগম মুশতারি শফী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি, লেখক, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও দৈনিক পূর্বকোণ পত্রিকার সহ সম্পাদক জনাব এজাজ ইউসুফী। সাহিত্যিক কাজী রুনু বিলকিস, কলম সাহিত্য সংসদ লন্ডন” এর সহ সভাপতি জনাব সাদেক হোসেন।
অনুষ্টান সঞ্চালনায় ছিলেন আবৃত্তিশিল্পী দিলরুবা চুইটি। পুরষ্কার বিতরণ সঞ্চালনায় ছিলেন কলম সাহিত্য সংসদ লন্ডন এর কেন্দ্রীয় কমিটির কো অর্ডিনেটর রাহাত উল্লাহ।
দেশের বিভিন্ন জেলা থেকে আগত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা সভাপতি মোঃ কায়েদে আজম চৌধুরী,রাজশাহী বিভাগের সভাপতি ইউনুছ ইবনে জয়নাল, কক্সবাজার জেলা সভাপতি আবুল হোসাইন হেলালী,কেন্দ্রীয় প্রকাশক জিয়াউল হক জিয়া, সহ প্রকাশক মোঃ বেলাল হোসেন সিরাজী।
নোয়াখালী সভাপতি রিয়াজ আহম্মদ,আরব আমিরাত সাধারণ সম্পাদক মোফাচ্ছেল হক শাহেদ।
চট্টগ্রাম জেলা কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি ফজলুল কাদের,উপদেষ্টা মোহাঃসিরাজদৌল্লা,উপদেষ্টা তুষার কান্তি বড়ুয়া, উপদেষ্টা ফারুক হাসান। অধ্যাপক ড. নজরুল ইসলাম হাবিবীর কথায়, উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন শিল্পী ও সুরকার,গীতিকার হোসাইন ইব্রাহীম।
সাধারণ সম্পাদক কবির কাঞ্চন এর উদ্বোধনী বক্তৃতার পর কবিতা পাঠে অংশ নিয়েছেন কবি অভি ওসমান, কবি রাসু বড়ুয়া, কবি ও শিশু সাহিত্যিক মেহেরুন নেসা রশিদ, কবি জিয়াউল হক জিয়া, কবি তুষার কান্তি বড়ুয়া, এস এম জাহাঙ্গীর হাসান,কবি ফারুক হাসান,কবি আবুল হোসেন হেলালী, কবি হুমায়ন আবিদ। আবৃত্তি পরিবেশন করেন, আবৃত্তি শিল্পী প্রিয়াংকা সরকার, শিশু আবৃত্তি শিল্পী প্রজ্ঞা ভট্টাচার্য, শুভশ্রী চৌধুরী শ্রুতি, হিরন্ময় বড়ুয়া।
নতুন বইয়ের মোড়ক উন্মোচন শেষে প্রধান অতিথির বক্তব্যে শহীদজায়া বেগম মুসতারি শফী বলেন, কিছু মহৎ শব্দরাজি উচ্চারণ করে আমরা দায়মুক্ত হতে পারি না। ২১শে ফেব্রুয়ারীকে আমরা আমাদের জাতিগত অধ্যায় হিসাবে বিবেচনা করি।
বিশেষ অতিথির বক্তব্যে জনাব এজাজ ইউসুফী বলেন বাংলা ভাষাও সাহিত্যকে বাঁচিয়ে রাখতে সম্মেলিত প্রচেষ্টার মাধ্যমে কাজ করে যেতে হবে। যেটি আজ “কলম সাহিত সংসদ লন্ডন” এর নিবেদিত কলম সৈনিকরা আয়োজন করেছেন।
শহীদের আত্মত্যাগের পথ ধরেই জাতি রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটেছে। সেই কারনেই আজকে বাংলা সাহিত্য বিশ্বের যে কোনো ভাষার সাহিত্যের সঙ্গে প্রতিযোগিতা করতে সক্ষম।
অনুষ্ঠানে কবিতাপ্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। সব শেষে গান পরিবেশন করেন শিশু শিল্পী শুভ্রময় বড়ুয়া সহ দেশের খ্যাতিমান শিল্পীবৃন্দ।