বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাফল্য ও গৌরবের ৫৭ বছর উদযাপন এবং হাওড় ও চর উন্নয়ন ইনস্টিটিউটের উদ্বোধন অনুষ্ঠিত হবে ১৯ জুলাই। ওই দিন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন মাঠে উদযাপন অনুষ্ঠানটির উদ্বোধন করবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
শুক্রবার বিকাল ৩টায় বাকৃবি সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আয়োজক কমিটির পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির সদস্য সচিব অধ্যাপক মোহাম্মদ আল-মামুন। তিনি বলেন, ১৯ জুলাই দুপুর ২টায় উদ্বোধনী অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই শিক্ষার্থীরা অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন। আগামী ১০ জুলাই রাত ১২টা পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে। বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদ, ক্যাম্পাস চত্বরে অবস্থিত বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) এবং বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) উদ্ভাবিত প্রযুক্তি মেলারও আয়োজন থাকবে ওই দিন।
সংবাদ সম্মেলনে তথ্য ও প্রচার উপ-কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. আখতার হোসেন চৌধুরী বলেন, উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি প্রধান অতিথি থাকবেন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হাওড় ও চর উন্নয়ন ইনস্টিটিউট এবং প্রযুক্তি মেলা উদ্বোধন করবেন রাষ্ট্রপতি। অনুষ্ঠানের দিন বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।
Discussion about this post