বাংলাদেশ জয় বাংলা পরিষদ এর চট্টগ্রাম উত্তর জেলার নব কমিটি গঠিত হয়েছে।
গত ১৬ মে (সোমবার) কেন্দ্রীয় কমিটি এই নতুন কমিটির পূর্ণাঙ্গ অনুমোদন ঘোষণা করেন।বাংলাদেশ জয় বাংলা পরিষদ এর প্রতিষ্ঠাতা সভাপতি শেখ বায়েজিদ আহমেদ।
বাংলাদেশ জয় বাংলা পরিষদ নব কমিটি চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি মোঃ আনিসুল ইসলাম সিদ্দিকী রাজু ও সাধারণ সম্পাদক বাবলু বড়ুয়া, সহ-সভাপতি দিলীপ বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট রাজিয়া সুলতানা বকুল ও সাংগাঠনিক সম্পাদক হিসেবে ইসমাত আরা সিদ্দিকী নির্বাচিত হয়েছেন।
এছাড়া উক্ত কমিটিতে সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন
মায়মুনা ছিদ্দিকী মুকুল, শিল্পী রানী শীল, কামরুল ইসলাম, মনসুর আহম্মদ, মুজিবুল হক মুজিব।
সূত্র জানায় সকলে এক বছরের জন্য পূর্নাঙ্গ কমিটিতে স্থান পেয়েছেন।