মিজানুর রহমান:খুলনার দাকোপে বাংলাদেশ প্রেস ক্লাব দাকোপ উপজেলা শাখা গঠনের প্রস্তুতি সভা ক্লাবের নির্ধারিত অফিসে বাংলাদেশ প্রেস ক্লাব দাকোপ উপজেলা শাখার আহবায়ক মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় ক্লাবের গঠনতন্ত্র ও সার্বিক পরিচালনার দিক তুলে ধরেন জাতীয় সাপ্তাহিক অপরাধ তথ্যচিত্র পত্রিকার সহকারী সম্পাদক তাপস মহালদার, সাংবাদিকদের নিয়মনীতি সম্পর্কে আলোচনা রাখেন দৈনিক এশিয়া বানি পত্রিকার প্রতিনিধি তবিয়াজ সরকার, সকল সাংবাদিকদের আন্তরিকতার সাথে কাজ করার বিষয়ে ও নিজেদের অর্থায়নে ক্লাব পরিচালনার সুন্দর ও মনোমুগ্ধকর বক্তব্য রাখেন দৈনিক ৭১ বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি মিজান ফরাজি, সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় সকল সাংবাদিকদের একতাবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
একই সাথে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জোরদাবী তোলেন দৈনিক গন মুক্তি পত্রিকার প্রতিনিধি দেবাশীষ বাইন ও দৈনিক খোলা কাগজের প্রতিনিধি আবেদ খান, ক্লাবের সকল সাংবাদিকদের রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত রেখে সত্যের পথে থাকার আহবান জানান সাপ্তাহিক জনতার দলিল পত্রিকার প্রতিনিধি সাইফুল ইসলাম ও দৈনিক আলোর দিগন্ত পত্রিকার প্রতিনিধি তপন সরকার। সর্বশেষ বাংলাদেশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও মহাসচিব সাংবাদিক ফরিদ খান এর এই মহৎ উদ্দেশ্যকে স্বাগত জানান।, দাকোপ উপজেলা শাখা গঠন ও ন্যায়ের পথে চলার অঙ্গিকার নিয়ে ক্লাবের প্রতিষ্ঠাতা এবং দাকোপ উপজেলা
শাখার সুনাম বৃদ্ধি সহ দীর্ঘায়ু কামনা করে উপস্থিত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সভার কার্যক্রম সমাপ্তি ঘোষণা করেন সভার সভাপতি মিজানুর রহমান।