ভারতে অনুপ্রবেশের অভিযোগে রাজধানীর বনানী থানার পুলিশ পরিদর্শক শেখ সোহেল রানাকে আটক করেছে দেশটির সীমান্ত নিরাপত্তা বাহিনী- বিএসএফ।
শুক্রবার পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার চ্যাংড়াবান্ধা সীমান্ত থেকে তাকে আটক করা হয়।
অনলাইন প্লাটফর্ম ই-অরেঞ্জের সাথে তার সম্পৃক্ততা রয়েছে বলে ইতিমধ্যে বিভিন্ন গনমাধ্যমে প্রচারিত হয়েছে।
বিএসএফ দেশটির গণমাধ্যমকে জানায়, শেখ সোহেল রানার কাছ থেকে জব্দ করা হয়েছে বিদেশি পাসপোর্ট, একাধিক মোবাইল, এটিএম কার্ড। বাংলাদেশের এই পুলিশ কর্মকর্তার নামে অপরাধমূলক একাধিক অভিযোগ রয়েছে বলেই প্রাথমিক তদন্তে জানতে পেরেছেন তারা।
ধারণা করা হচ্ছে, ই-অরেঞ্জ কেলেংকারীর ঘটনা থেকে নিজেকে রক্ষা করতেই ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন সোহেল রানা। তাকে জিজ্ঞাসাবাদ করছে বিএসএফ।
বানানী থানার কর্মকর্তা সোহেল রানা কীভাবে সংশ্লিষ্ট বিভাগকে না জানিয়ে দেশত্যাগ করলেন সে বিষয়ে পুলিশও কোনো ব্যাখ্যা দিতে পারেনি।