এস এম মনিরুজ্জামান:বাগেরহাটে মাদ্রাসার প্রথম শ্রেনীর শিক্ষার্থী ফারিয়া ধর্ষন ও হত্যায় জড়িতদের দ্রুত বিচারের দাবী মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে।
শনিবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে জাতীয় মহিলা পরিষদ বাগেরহাট জেলা শাখার
উদ্যোগে এই মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। মানববন্ধনে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন বাগেরহাট সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন,জাতীয় মহিলা পরিষদ বাগেরহাট জেলা শাখার সাধারন সম্পাদক এ্যাডভোকেট পারভিন আহম্মেদ, নাদিরা আকরাম, শিক্ষার্থী তন্নী ও রুনা প্রমুখ।
বক্তারা বলেন, যারা শিশুদের ধর্ষন করে তারা নরপিচাশের চেয়েও খারাপ। আমরা বাগেরহাটের শিশু ফারিয়াকে ধর্ষন ও হত্যায় জড়িতদের অবিলম্ভে বিচারের দাবী জানাই। যাতে পুনরায় এধরনের ঘটনা না ঘটে সেই ধরনের দৃষ্টান্তমুলক শাস্তি দেওয়ার আহবান জানান বক্তারা।
উল্লেখ্য -গত ৫ মে সন্ধায় বাগেরহাট সদর উপজেলার পাতিলাখালী গ্রামে মাদ্রাসার প্রথম শ্রেনীর শিক্ষার্থী ফারিয়াকে ধর্ষণের পর হত্যা করে পুকুরে লাশ গুম করার চেষ্টা করে অপরাধীরা।