৭১ বাংলাদেশ প্রতিনিধিঃবিএনপি এখন নানা শর্ত দিলেও পরে সব মেনেই একাদশ সংসদ নির্বাচনে অংশ নেবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
তিনি বলেন, আমরা বুঝতে পারছি, তারা পানি ঘোলা করে খাবে। তারা হয়ত শেষ পর্যন্ত নির্বাচনে আসবে।
ব্রিটিশবিরোধী আন্দোলনের নেতা প্রীতিলতা ওয়াদ্দেদারের ১০৭তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমান সম্পর্কে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, আজকে পত্রিকায় দেখলাম তারেক রহমানের ‘হোয়াইট অ্যান্ড ব্লু কনসালটেন্স’ নামে লন্ডনে একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি করেছেন ২০১৫ সালে। সেখানে তার পরিচয় তিনি ব্রিটিশ নাগরিক। তার স্ত্রী বেগম জোবায়দা রহমান তার অন্যতম পরিচালক। তারেক রহমানের বিদেশি নাগরিক হিসেবে কোম্পানি প্রতিষ্ঠার বিষয়ে তারা (বিএনপি) কী উত্তর দেবেন, সেটা জানতে চাই।
সংগঠনের উপদেষ্টা লায়ন চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি। প্রধান বক্তা ছিলেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
আরো বক্তব্য রাখেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও উপদেষ্টা খ্যাতিমান অভিনেত্রী সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরী, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, আওয়ামী লীগ নেতা হাবিব উল্লাহ রিপন, বৃষ্টি সরকার, দিলীপ সরকার প্রমুখ।
সভায় নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশে এই মুহূর্তে কোনো সঙ্কট নেই। নির্বাচন নিয়ে কোনো আলাপ-আলোচনা বা সমঝোতার প্রশ্নই আসে না। দশম সংসদ নির্বাচন বর্জনকারী বিএনপি চলতি বছরের শেষভাগে অনুষ্ঠেয় একাদশ সংসদ নির্বাচনে অংশ নেবে কি না, তা এখনও নিশ্চিত করেনি। তারা নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবি জানিয়ে আসছে। বলছে, সংসদ ভেঙে দিতে হবে; পাশাপাশি কারাবন্দী দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির শর্তও রয়েছে।
নেতৃবৃন্দ বলেন, কোনো দলকে জোর করে ভোটে আনা হবে না বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপি বলছে, আওয়ামী লীগ আবারো ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো নির্বাচন করতে চাইছে। আমরা চাই সবার অংশগ্রহণমূলক একটি নির্বাচন। ড. কামাল হোসেন সাহেবরা যখন বলেন সুষ্ঠু অবাধ নির্বাচন, তারাও নির্বাচনে আসুক আমরা চাই। কমিউনিস্ট পার্টির যারা নির্বাচন সম্পর্কে কথাবার্তা বলেন, তারাও নির্বাচনে আসুক আমরা চাই।
Discussion about this post