চট্টগ্রাম-৯ আসনে বিএনপির প্রার্থী কারাবন্দি ডা. শাহাদাত হোসেনের পক্ষে গণসংযোগকালে সবুক্তগীন সিদ্দিকী মক্কি নামে বিএনপির এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
সবুক্তগীন নগর বিএনপির সহ সভাপতি। ১৫ ডিসেম্বর বেলা সাড়ে ১০টার দিকে নগরের চকবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গণসংযোগকালে পেছন দিক থেকে তাকে গ্রেফতার করা হয় বলে অভিযোগ করেন ডা. শাহাদাতের ব্যক্তিগত সহকারী মারুফ চৌধুরী।বিষয়টি নিশ্চিত করেছেন চকবাজার থানার ওসি নিজাম উদ্দিন বলেন, ওই নেতা থানার এজাহারভুক্ত আসামি। তাই তাকে গ্রেফতার করা হয়েছে।