করোনাকালে দেশের বিভিন্ন জেলায় অক্সিজেন ব্যাংক তৈরি করে বিনা মূল্যে সেবা দিচ্ছেন যুবলীগের সদস্যরা। এ কাজ অব্যাহত রাখতে এবার কয়েকটি জেলার অক্সিজেন ব্যাংকের কাছে অক্সিজেন সিলিন্ডার তুলে দিয়েছে কেন্দ্রীয় যুবলীগ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী, মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯১তম জন্ম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর উদ্যোগে সমপ্রতি রাজধানীর ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে অক্সিজেন সেবা প্রদান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট মামুনুর রশীদ, মোয়াজ্জেম হোসেন, ডাঃ খালেদ শওকত আলী, সাজ্জাদ হায়দার লিটন, মোয়াজ্জেম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক ডাঃ হেলাল উদ্দিন, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ, উপ-দপ্তর সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন সাহজাদা, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ নেতা এডভোকেট আবদুল মোনেম চৌধুরী প্রমুখ।
নেতা-কর্মীদের উদ্দেশে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেন, ‘কর্মের মাধ্যমে মানুষ তাঁর লক্ষ্যে পৌঁছায়। আপনারা মানুষের জন্য কাজ করে যান, আপনারাও সফল হবেন।’ যুবলীগকে অক্সিজেন দিয়ে পাশে থাকার জন্য আবুল খায়ের গুরুপ ও নাভানা গুরুপের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
ফজিলাতুন্নেছা মুজিবের স্মৃতিচারণা করতে গিয়ে যুবলীগ চেয়ারম্যান বলেন, ‘একদিন আমার মায়ের সঙ্গে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়িতে গেলে তাঁদের মুরগি এবং মুরগির বাচ্চা আমার খুব পছন্দ হয়ে যায়। সেটি বঙ্গমাতা টের পেয়েছিলেন। কিন্তু মায়ের কারণে বাসায় আনতে পারিনি। কাঁদতে কাঁদতে সেদিন বাসায় ফিরেছিলাম। কিছুক্ষণ পরে দেখি, মুরগি ও মুরগির বাচ্চা আমার বাসায় পৌঁছে দিয়েছেন। এটাই ছিল শিশুদের প্রতি বঙ্গমাতার ভালোবাসা।
‘বিনা মূল্যে অক্সিজেন সেবা’ শিরোনামের এ অনুষ্ঠানে যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মাইনুল হোসেন খান নিখিল বলেন, যুবলীগের কর্মীরা অসহায় কৃষকের ধান কেটে দিয়েছেন, রেশনিং পদ্ধতিতে খাদ্যসহায়তা দিয়ে যাচ্ছেন,পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ করছেন। রাজধানী ঢাকার কয়েকটি হাসপাতালের প্রতিনিধির কাছেও বিনা মূল্যে অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হয়েছে।
বক্তব্য শেষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা শিশু হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মাজেদা হাসপাতাল অক্সিজেন ব্যাংক, শেখ ফজলুল হক মনি ও আরজু মনি অক্সিজেন ব্যাংককে (যশোর) ১২০ কেজি ওজনের ১০টি করে সিলিন্ডার সরবরাহ করা হয়েছে। গাজীপুর মহানগর যুবলীগ, পাবনা জেলা যুবলীগ, কুমিল্লা মহানগর যুবলীগ, খুলনা মহানগর যুবলীগ, মাগুরা জেলা যুবলীগ, ল²ীপুর জেলা যুবলীগ, সিলেট মহানগর যুবলীগ, ময়মনসিংহ জেলা যুবলীগ, পটুয়াখালী জেলা যুবলীগ, কুড়িগ্রাম জেলা যুবলীগ, চাঁদপুর জেলা যুবলীগ ও শরীয়তপুর জেলা যুবলীগের অক্সিজেন ব্যাংকে ৩০ কেজি ওজনের ৫টি করে অক্সিজেন সিলিন্ডার দেওয়া হয়েছে।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল, সিনিয়র প্রেসিডিয়াম সদস্য এডভোকেট মামুনুর রশিদ ও বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী মোঃ আবদুল মোনেম চৌধুরী প্রমুখ নেতৃবৃন্দ অক্সিজেন সিলিন্ডারগুলো প্রতিনিধিদের কাছে হস্তান্তর করেন।
Discussion about this post