প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিগগিরই নেপালে বিমান দুর্ঘটনায় হতাহতদের স্বজনদের সঙ্গে গণভবনে দেখা করবেন। যার যা প্রয়োজন, প্রধানমন্ত্রী তাই দিয়ে সহায়তা করবেন।
সোমবার বিকেলে আর্মি স্টেডিয়ামে বিমান দুর্ঘটনায় নিহত ২৩ জনের জানাজা শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংবাদিকদের এসব কথা বলেন।
ফুল দিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদেন করেন ওবায়দুল কাদের। হতাহতদের পরিবারকে ইউএস-বাংলা কী দেবে, তা তাদের ব্যাপার বলেও মন্তব্য করেন তিনি।
সেতুমন্ত্রী বলেন, শিগগিরই বাকি তিনজনের লাশ নিয়ে আসা হবে। তাদের ময়নাতদন্ত শেষ হলে নিয়ে আসবো। এটা একটু সময়সাপেক্ষ ব্যাপার। তবে যত দ্রুত সম্ভব লাশ নিয়ে আসা হবে।
গত ১২ মার্চ ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিমান কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়। এ ঘটনায় ৪৯ আরোহীর মৃত্যু হয়, যাদের মধ্যে চার পাইলট-ক্রুসহ ২৬ জন বাংলাদেশী। তাদের মধ্যে ২৩ জনকে শনাক্ত করে আজ দেশে নিয়ে আসা হয়।
এদিকে, রবিবার পর্যন্ত এ ঘটনায় আহত ১০ বাংলাদেশীর মধ্যে ৬ জন দেশে ফিরেছেন। তারা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন।্
Discussion about this post