বিশ্ব বেহায়া দিবস টা কি ?
কবিঃ রফিকুল ইসলাম (খোকন)
ভালোবাসা নয়তো একদিনের
নয়তো ক্ষণিকের জন্য।
ভালোবাসা অফুরন্ত,অনন্ত্য
দুটি আত্মার মেলা বন্ধন।
তবে কেন আজ-ভালোবাসার বিশেষ দিন?
কেন ভালোবাসার নামে হয় সকলে রঙিন ?
আত্মা ছেড়ে দেহেতে, ভালোবাসা জড়িয়ে
যৌনতার চাষ করে ওরা সকলে?
দেহের চাহিদা মিটাতে
ভুলে যায় প্রেমের মৌনতা
১৪ই ফেব্রুয়ারি,ভালোবাসার নামে ওরা
করে উলঙ্গপনা, বেহায়াপনা।
কলঙ্কিত করছে ভালোবাসার দিবস?
প্রকৃত ভালোবাসা মানে না।
ছল চাতুরি-ছলা কলা
নষ্ট দিবস ভষ্ট মনা।
মুসলিম ভ্রাতৃত্ববোধের এই দেশে
ভালোবাসার নামে যৌন চাষ করে।
এ তো ভালোবাসা নয়,
ভালোবাসার নামে ধ্বংস-হচ্ছে এরা কারা?
ভালোবাসা চাই-কোন বাঁধা নাই।
ভালোবাসা হোক হৃদয়ের বন্ধন।
দুটি আত্মার আলিঙ্গন
তবে দেহের মিলন নয় ।