বীর মুক্তিযোদ্ধা এজাহার মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে ৭নং ওয়ার্ড এলাকায় ৩ দিনব্যাপী মধ্যবিত্ত, দিনমজুর ও কর্মহীন প্রায় ৭৫০টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। গত ১৫ এপ্রিল প্রথম দফায় হামজারবাগ মহল্লায় ২৫০টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয় এবং ১৬ এপ্রিল দ্বিতীয় দফায় হামজা খাঁ লেইন মসজিদ বাড়ী, বড় বাড়ী, বিবিরহাট, পশ্চিম ভা-ারী লেইন, জাহানপুর পূর্ব, জাহানপুর পশ্চিম ও হামজারবাগ কলোনীতে ২১০টি পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
১৭ এপ্রিল শনিবার তৃতীয় দফায় স্থানীয় ৩টি মসজিদ এর ইমাম, মোয়াজ্জিন ও মসজিদের কর্মচারীদের মাঝে এবং মোহাম্মদপুর, নাজিরপাড়া, হাদুমাঝি পাড়া, খতিবের হাট ও বার্মা কলোনীর ২৯০টি পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
সূত্র জানায় এ ফাউন্ডেশন প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতি বছর ফাউন্ডেশনের পক্ষ থেকে দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে আসছে। যা এ বছরও করোনাকালীন সময়ে তা বাস্তবায়িত হচ্ছে।
মরহুম বীর মুক্তিযোদ্ধা এজাহার মিয়ার সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী ও ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুর রহিম, সাংবাদিক স ম জিয়াউর রহমান, এসময় আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা এয়ার মোহাম্মদ ও বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ মোহাম্মদ আলী।
সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ স্থানীয় দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।
Discussion about this post