সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় সিলেট সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সিলেট সরকারি কলেজ জামে মসজিদে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- সিলেট সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক তানবীর আহমদ খান, যুগ্ম আহ্বায়ক জুবায়ের আহমদ রনি, ইসহাক আহমদ মান্না, সদস্য সচিব ইমরান হোসেন রাসেল, সদস্য মিনহাজ উদ্দিন, মিজান উদ্দিন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-এমসি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওয়াহিদ করিম অভি, সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সদস্য আরমান আহমদ মুন্না, সিলেট সদর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আয়াত আলী, ছাত্রদল নেতা শাওন আহমদ, ইনজামাম-উল-হক, জাহাঙ্গীর আলম, সিলেট সরকারি কলেজ ছাত্রদল নেতা মোস্তফা নিয়াজ, রাসেল আহমদ, বাবু, রাসেল আহমেদ রিফাত, আহমদ তায়েফ প্রমুখ।