কামাল হোসেন:অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বেনাপোল সীমান্ত থেকে ১৭ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা।
শুক্রবার(১২ এপ্রিল) সকালে বেনাপোল গাতীপাড়া তেরঘর সীমান্ত এলাকা থেকে ২১ ব্যাটালিয়নের দৌলতপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা তাদের আটক করে।
আটককৃতরা হলেন, রনি মিয়া (২২),আব্দুস সাত্তারের ছেলে ফারুক হোসেন (৩৩), খলিল মন্ডলের ছেলে আহসান (৩৫), আবদুস সাত্তারের ছেলে মনিরুজ্জামান সহ মোট ১৭ জন নারী ও পুরুষ আটক ।