বোয়ালখালী প্রতিনিধিঃবোয়ালখালী উপজেলাকে শহরে পরিণত করতে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পুলিশ প্রশাসন ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ সকল দপ্তরের কর্মকর্তাদের নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা কামনা করেছেন চট্টগ্রাম ৮ আসনের নব নির্বাচিত সাংসদ মোছলেম উদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার ৩০ জানুয়ারি বোয়ালখালী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে (অপারাজিতা) উপজেলা পরিষদের দশম মাসিক সভায় সভায় প্রধান উপদেষ্টা ও চট্টগ্রাম ৮ আসনের সাংসদ মোছলেম উদ্দীন আহমদ এই আহবান জানান।
উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব নুরুল আলমের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন নবনির্বাচিত চট্টগ্রাম ৮ আসনের সাংসদ আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমদ সহ উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পুলিশ প্রশাসন ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।
সভার পূর্বে নবনির্বাচিত চট্টগ্রাম ৮ আসনের সাংসদ আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমদকে উপজেলা পরিষদের পক্ষ থেকে বিভিন্ন বিভাগের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।