৭১বাংলাদেশ প্রতিনিধিঃচট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরের পানিতে ডুবে আদিত্য মহাজন নামের এক আড়াই বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে। ২৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে উপজেলার পূর্ব গোমদন্ডী বটতল এলাকায় এ ঘটনা ঘটে। আদিত্য একই এলাকার প্রবাসী স্বপন মহাজনের ছেলে। স্থানীয়রা জানায়, খেলতে খেলতে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পুকুরে পড়ে গিয়েছিল আদিত্য। এরপর আদিত্যকে হাসপাতালে নিয়ে গেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা: শান্তনু দাশ মৃত ঘোষণা করেন। ফাইল ফটো