বিশেষ প্রতিবেদকঃ চট্রগ্রাম বোয়ালখালীতে করোনার দ্বিতীয় ঢেউ এড়াতে পথচারীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে ও মুখে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন।
মঙ্গলবার(১৭ নভেম্বর) সকাল ১১টা থেকে উপজেলা সদর ও ফুলতল এলাকার রাস্তায়,মার্কেট ও দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার ভূমি মোঃ মোজাম্মেল হক চৌধুরী ।
এসময় মুখে মাস্ক নেই এমন ১৬ ব্যক্তিকে ৩৩০০টাকা আর্থিক জরিমানা সহ সচেতনতা করন ও মাস্ক বিতরন করেন ।
অভিযানে আইন শৃঙ্খলা রক্ষায় উপস্থিত ছিলেন বোয়ালখালী থানার এসআই নেছার এর নেতৃত্বে পুলিশের একটি চৌকষ টিম।
এব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোজাম্মেল হক চৌধুরী বলেন, মাস্ক পরার জন্য সরকারের নির্দেশনা রয়েছে, মাস্ক না পরলে জরিমানাসহ কারাদণ্ডও হতে পারে, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে এবং এ
সময় সবাইকে করোনা প্রতিরোধে ঘরে থাকতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।