অভিযান চালিয়ে ব্যাগভর্তি অস্ত্র-গুলিসহ একই পরিবারের চারজনকে আটক করেছে ফটিকছড়ি থানা পুলিশ। শনিবার (৭ জুলাই) বিকেলে ফটিকছড়ি পৌরসভার দক্ষিণ ধুরং মোনাফখীল গ্রামের মো. শফির বাড়িতে এসব অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- সিএনজি অটোরিকশা চালক মো. শফির স্ত্রী মনোয়ারা বেগম (৫২), ছেলে এমদাদ উল্লাহ (২৫), আরেক ছেলে আমান উল্লাহর স্ত্রী রেনু আক্তার (৩২) ও তার মেয়ে সাকী আক্তার (১৯)।
উদ্বারকৃত অস্ত্রশস্ত্রের মধ্যে রয়েছে-দুইটি একনলা বন্দুক, ২টি দেশিয় এলজি, ১টি পিস্তল, ৬ রাউন্ড গুলি, ১৩টি কার্তুজ, ২টি চাপাতি ও ১টি ছোরা।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মাহমুদ বলেন, অভিযান চালিয়ে এক সিএনজি অটোরিকশা চালকের বাড়ি থেকে ব্যাগভর্তি অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। এসময় ৩ নারীসহ একই পরিবারের ৪ জনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছেন আনোয়ার নামে এক সন্ত্রাসী ব্যাগভর্তি অস্ত্রগুলো তাদের ঘরে রেখে গেছে। আনোয়ারকে গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান ওসি।
Discussion about this post