কবিতাঃমানবতা আজ কোথায় দাঁড়িয়ে
লেখকঃশেখ আশরাফুল ইসলাম,
মানবতা আজ কোথায় দাঁড়িয়ে
এক জাতি আরেক জাতিকে
দিচ্ছে কুৎসা রটিয়ে হারিয়ে!
মানবতা আজ কোথায় দাঁড়িয়ে
হিংসা, লোভী,দানব টারে মারতে পারছে না পা দিয়ে চাপিয়ে।
মানবতা আজ কোথায় দাঁড়িয়ে
জাতি গত প্রথাগত বিদ্বেষ,
বয়ে আনছে ভারতের জন্য ধ্বংস
ভারতে অনেকেই হবে নিঃশেষ।
মানবতা আজ কোথায় দাঁড়িয়ে
না কি হিংসাত্মক ছায়ার নিচে
সবাই আছে হাত বাড়িয়ে।
ফিলিস্তিন, সিরিয়া,ভারত, মায়ানমার
তার প্রমান জাতি বিশ্ব মানবতা হচ্ছে অপমান
হারাচ্ছে জাতিগত জাতি সম্মান।