৭১ বাংলাদেশ ডেস্কঃচট্টগ্রাম সীতাকুণ্ড ভাটিয়ারী তে ক্ষুদ্র ঘটনাকে কেন্দ্র করে অসহায় পরিবারের উপরে দুর্বৃত্তরা হামলা চালায়। এ ঘটনায় আহত হয়েছে আয়েশা খাতুন (৫৫) ও তার পরিবারের পাঁচ জন সদস্য।
সূত্র জানায় আহত দের কে নিয়ে যাওয়া হয় সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য। আয়েশা খাতুন বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় একটি অভিযোগ করেন ,
আয়েশা খাতুন বলেন মোঃ মামুন (২৬), মোহাম্মদ হারুন(৩৫), উভয়ের পিতা মোঃ ইসলাম প্রকাশ লুলা ইসলাম, মনজুর ইসলাম(৪৫) পিতা অজ্ঞাত, আয়েশা খাতুন আরো বলেন আমরা সবাই একই এলাকার বাসিন্দা।গত দসবছর পূর্বে রুবেল গংদের নিকট হইতে ৬ শতক সম্পত্তি ক্রয় করি, গত এক বছর পূর্বে আমার উক্ত ক্রয় কৃত সম্পত্তির উপর দিয়ে জিটি এস এল গ্যাস সঞ্চলন লাইন হয়। যাহার পরিপ্রক্ষিতে আমাদের উক্ত সম্পত্তি সীমানা এলোমেলো হয়ে যায়।
১১ ই নবেম্ভ্রর ২০২০ তারিখ বেলা আনুমানিক ১১ ঘটিকার সময় রুবেল গংসহ স্থানীয় লোকজন মিলে উক্ত সম্পত্তির পরিমাপ করা হয়, এবং স্থানীয় মান্য গণ্য লোকজনদের মধ্যস্থতায় সকলকে তাহাদের সম্পত্তি সীমানা নির্ধারণ করিয়ে দেয়।
১১ নবেম্ভ্রর ২০২০ তারিখ রাত আনুমানিক ৭. ৩০ ঘটিকার সময় সীমানার খুটি বসার জন্য উক্ত সম্পত্তি গেলে উপরোক্ত বিবাদী গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে আমার ছেলে আনোয়ার হোসেন উক্ত গালিগালাজ এর কারণ জিজ্ঞাসাবাদ করলে সকল বিবাদী গন তাহার উপর হামলা চালায়। পরে আমি ঘর থেকে বেরিয়ে আসলে তারা আমাকে মারধর করে আমাকে বাঁশ দিয়ে পিটায়।
এবং আরো দুই জনকে আহত করে তারা। পরে আমি সীতাকুন্ড মডেল থানা এলাকার মান্যগণ্য লোকজনদের সহিত আলোচনা করে অভিযোগ দায়ের করি ।