বিশেষ প্রতিনিধিঃশুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে বিভিন্ন এলাকা থেকে মুসল্লিদের বিক্ষোভ মিছিল মহানগরীর ডাক বাংলোর মোড়ের সমাবেশে এসে মিলিত হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে হাজার হাজার মুসল্লির অংশগ্রহনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
খুলনা জেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়ার পরিচালনায় সমাবেশে সভাপতিত্ব করেন সভাপতি মাওলানা মো. সালেহ। এসময় বক্তব্য রাখেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা। সমাবেশ চলাকালিন ভারতে মুসলিম নিধনের প্রতিবাদে স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠে খুলনার ডাক বাংলা চত্বর।
সমাবেশে বক্তরা বলেন, ‘ভারতকে মুসলমানরাই স্বাধীন করেছে। আর আজকে সেই মুসলমানদের সঙ্গে মোদি সরকার নিপীড়ন নির্যাতনমূলক আচরণ করছে। অথচ তারা নিজেরাই ছিলেন ইংরেজদের দালাল। সেই দালাল গোষ্ঠীই আজকে নিরীহ মুসলমানদের ওপর অমানবিক নির্যাতন চালাচ্ছে।
ভারতের সংখ্যালঘু মুসলমানদের ওপর মোদি সরকার নির্যাতন হত্যা চালাচ্ছে।
Discussion about this post