বিশেষ প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুর উপজেলার দাউদপুর সীমান্ত এলাকা থেকে একটি ভারতীয় মটর সাইকেল সহ এক ভারতীয়কে আটক করেছে বিজিবি।
বিজিবি ২০ ব্যটালিয়ন আওতাধীন দাউদপুর সীমান্ত ফাঁড়ীর কমান্ডার হাবিলদার হায়দার আলী জানান, গেলো শুক্রবার সন্ধ্যার আগে সীমান্তের ৫ নং পোষ্ট দিয়ে ভারতীয় রেজিঃ নং ডাব্লিউ বি ৬২-এইচ ২৪২৮ নম্বর মটরসাইকেল চালিয়ে বাংলাদেশে ঢুকে পড়ে।