অন্তর আহম্মেদ নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পোরশায় ভারতীয় অভ্যন্তরে বাংলাদেশি গরু ব্যবসায়ী সালেমান আলীকে(৩০) আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রবিবার ভোর রাতে তাকে আটক করা হয়। সালেমান আলী পোরশা উপজেলার বালাশহীত গ্রামের নুর বকসের ছেলে। স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার রাত ১০ টার দিকে সালেমান আলীসহ ৫/৭ জন গরু ব্যবসায়ী বাংলাদেশী সীমান্ত পার হয়ে অবৈধ্য ভাবে ভারতে যান গরু আনতে। ভোর রাতে গরু নিয়ে আসার ভারতের হরিশচন্দ্রপুর বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের ধাওয়া করে। এ সময় সীমান্তের ২২৯ নম্বর মেইন পিলারের কাছ থেকে ভারতের অভ্যন্তরে সালেমান আলীকে আটক করে। বিজিবির-১৬ (নওগাঁ) নিতপুর ক্যাম্প সুবেদার আশিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিষয়টি জানার পর পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত চেয়ে ভারতের হরিশচন্দ্রপুর বিএসএফ ক্যাম্পে চিঠি পাঠানো হয়েছে।