আজমিরা কালিগঞ্জ ( সাতক্ষীরা) প্রতিনিধি ঃ সাতক্ষীরা – শ্যামনগর সড়কে কালিগঞ্জ নতুনহাট নামক স্থানে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত ২জন আহত হয়েছে। আহতদের কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে। আহতরা হলেন,কালিগঞ্জ বয়েরা গ্রামের মহব্বত আলীর কন্যা মোসলেমা খাতুন অরফে শান্তা(১৬) ও সোনাতলা গ্রামের আশকার হোসেনের পুত্র তুহিন রেজা(১৮).। নিহতরা একই উপজেলার নিজদেবপুর গ্রামের মফিজউদ্দিনের ছেলে আব্দুল মান্নান(৫০)ওসোনাতলা গ্রামের আজগর আলীর পুত্র নুর হোসেন(২৬)। কালিগঞ্জ উপজেলার নিজদেবপুর গ্রামের আব্দুল মাজেদ জানান তার ভাই, নিহত আব্দুল মান্নান মঙ্গলবার সকালে বাড়ি থেকে ব্যক্তিগগত কাজে মোটরসাইকেল যোগে সাতক্ষীরা যাচ্ছিল, নতুনহাটে পৌ্ছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মান্নানের মোটরসাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলে মান্নান মারা যায়।জানা গেছে আহত শান্তা ও তুহিন রেজা মধ্যে ভালোবাসার সম্পর্কে জড়িত ছিল, তারা পালিয়ে বিয়ে করার উদ্দেশ্য বাড়ি থেকে পালিয়ে যাচ্ছিল। কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ তৈয়বুর রহমান জানান, শান্তার অবস্থা আশংঙ্খজনক। কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবীর দত্ত বলেন, লাশের ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হবে। এলাকাবাসি ৭১ বাংলাদেশ সংবাদাতা কে জানান শান্তা ও তুহিন রেজা মধ্যে ভালোবাসার সম্পর্কের কারনে তাহারা তাড়াহুড়ার করে মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়েনিল নিরহ আব্দুল মান্নান ও নুর হোসেনের প্রাণ ।ভালোবাসার সম্পর্ক নিয়ে নিল নিরহ দুই ব্যক্তির প্রাণ
Discussion about this post