বিশেষ প্রতিনিধিঃবিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, চসিক নির্বাচনে ভোট চোরদের ধরতে বিএনপি প্রস্তুত। বিএনপির নিরস্ত্র নেতাকর্মীরা আওয়ামী লীগের ভোট চোর ধরবে। নির্বাচনে ভোট চোরদের ধরতে সব ধরনের প্রস্তুতি বিএনপির রয়েছে।
৮ মার্চ বিকেল সাড়ে ৫ টার দিকে নগরের লাভলেইন এলাকায় বিএনপির মনোনীত প্রার্থী ডা. শাহাদাত হোসেনের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্ধোধনকালে তিনি এসব কথা বলেন।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ঢাকার দুই সিটির মতো অনিয়মের নির্বাচন ব্যবস্থা চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে চলবে না। ঢাকার মতো ভোট চুরির নির্বাচন ব্যবস্থা চললে বিএনপি প্রতিরোধ করবে। সিটি নির্বাচনে বিএনপি সুদর্শন প্রার্থী দিয়েছে । কেন্দ্রে কেন্দ্রে চলে যাবেন সবাই। প্রত্যেকটা ওয়ার্ড থেকে একযোগে কাজ করবো। চট্টগ্রামে বিএনপি শক্তির প্রমাণ দিবে।
এসময় আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, বিএনপির মনোনীত প্রার্থী ও নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন,
দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর ও সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান প্রমুখ,।