বিশেষ প্রতিবেদকঃচট্রগ্রাম নগরীর পশ্চিম মাদার বাড়ী ওয়ার্ড এর দুই কৃতি সন্তান সদ্য ঘোষিত মহানগর ছাত্রদল এর যুগ্ম সম্পাদক এয়াছিন আরাফাত ও সহ সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল আবেদীন মুন্নাকে ফুলেল শুভেচ্ছা জানান চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য নুরউদ্দীন হোসেন নুরু ।
সূত্র জানায় মুন্না কমিটিতে নির্বাচিত হওযায় তাদেরকে আজ বিকালে এক সংবর্ধনার ও ফুল দিয়ে বরণ করা হযেছে এতে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য নুরউদ্দীন হোসেন নুরু।
উক্ত সময়ে আরো উপস্হিত ছিলেন সদরঘাট থানা ছাত্রদল নেতা ইমরান হোসেন। জিয়াউদ্দীন বাবলু,মোঃনাঈম, মোঃরাসেল ,মোঃকাযসার, মোঃজুযেল, ,মোঃআনজাম, মোঃবোরহান প্রমুক