নুর আলমঃচট্টগ্রাম মহানগরের ৫ ইউনিটে আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় যুবদল।
৬ ই ফেব্রুয়ারি নগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন এই তথ্য জানান। মোশারফ হোসেন বলেন, ‘কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নগরের ৫ ইউনিটে আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে। এ বিজ্ঞপ্তিতে সদরঘাট, ইপিজেড, বন্দর, পতেঙ্গা থানা ও আকবরশাহ থানা ইউনিট কমিনায় যুবদলের আহ্বায়ক কমিটি
কেন্দ্রীয় যুবদলের দপ্তরের দেয়া বিজ্ঞপ্তিতে আরও জানা যায়, ঘোষিত কমিটিতে সদরঘাট থানা ইউনিটের আহ্বায়ক মো. ইসমাইল ও সদস্য সচিব মো. নুর খান, পতেঙ্গা থানার আহ্বায়ক মো. খোরশেদ আলম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. হোসেন রানা, ইপিজেড থানার আহ্বায়ক মো. জিয়াউর রহমান জিয়া ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নুরউদ্দিন শরীফ, বন্দর থানার আহ্বায়ক মো. শফিউল আজম ও সদস্য সচিব মো. ইয়াছিন এবং আকবরশাহ থানার আহ্বায়ক মো. গিয়াসউদ্দিন ও সদস্য সচিব শহিদ উদ্দিনের নাম উল্লেখ করা হয়েছে।