কবিতা=দূর তুই দূর হ ধ্বংসকারী মাদক দ্রব্য নির্লজ্জ তুই, দূর তুই দূর হ ধ্বংসাকারী মাদক দ্রব্য নির্লজ্জ তুই, গ্রাম-গঞ্জে শহরে ধ্বংসের রাজত্ব করেছিস তুই। মাদক দ্রব্য তুই বয়স্ক বুড়ী,যুবক-যুবতীকে বহনে ব্যবহার করেছিস মাদক দ্রব্য তুই। ইয়াবা,হিরোইন,ফিন্সিডিল মাদক দ্রব্য সেবনে যৌবন ভরা যুবক-যুবতীকে লিপ্ত করেছিস তুই। ক্রয়-বিক্রয়,অর্থ লোভ মাদক দ্রব্য দেখিয়েছিস তুই সৎ চরিত্র মেধাবী ছেলে-মেয়ের মাদক দ্রব্য বন্ধু তুই, দূর তুই দূর হ ধ্বংসকারী মাদক দ্রব্য নির্লজ্জ তুই। ইয়াবা,হিরোইন,ফিন্সিডিল মাদক দেশ ধ্বংসকারী তুই।মাদক জাতীয় বেয়াদব,ধর্ষণ,পতিতালয়ে দুধর্ষ তুই। মরণ নেশা,অস্ত্র হাতে বন্দুক দিয়েছিস তুই। অল্প টাকায় ক্রয় তিন গুনে বিক্রি সর্বত্র শতশত মাদক দ্রব্য ধ্বংসকারী লোভ দেখিয়েছিস তুই। গ্রাম-গঞ্জে,শহরে ঐক্যবদ্ধ চক্র তৈরি করেছিস তুই মাদক দ্রব্য নিঃস্ব ব্যক্তিকে বড় ধনী করেছিস তুই। তুই ঘাতক মরণ নেশা,শতশত জীবনকে হত্যায় তুই তো খুনি,সরবরাহকারী,ব্যবসায়ীকে আসামী নির্যাতিত,অত্যাচার জেলে পাঠিয়েছিস তুই। নতুন প্রজন্ম,ছেলে-মেয়ে ধ্বংসের আহবানে তুই ।সরবরাহকারী,ক্রয়-বিক্রয়কারী উভয় অপরাধী বাঁচতে পারবেনা সুপারিশ,আশ্রয়দাতা দালাল চক্র। মাদক দ্রব্য সেবন না না,মৃত্যুতে শিকার হবো না। দূর তুই দূর হ ধ্বংসকারী মাদক দ্রব্য নির্লজ্জ তুই ।(মাদক নিয়ে লেখা কবিতা) -কবি-তাজ উদ্দীন
Discussion about this post