নওগাঁ ব্যুরোঃ৩০ মিনিটে ১২ চিহ্নিত মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার ও অভিযানে ২টি বাল্যবিবাহ বন্ধ। মাদক সেবক ও ব্যাবসায়ীকে শান্তিতে ঘুমাতে দেওয়া হবেনা অফিসার ইনচার্জ নওগাঁ সদর মডেল থানা। নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে ও ব্যাতিক্রমি পরিকল্পনায় পুলিশ, গ্রাম পুলিশের যৌথ অভিযান পরিচালনা হয়েছে। থানা সূত্রে জানা যায় ‘ নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ সাহরাওয়ারর্দী হোসাইন এর নেতৃত্বে ও ব্যাতিক্রমি পরিকল্পনায় পুলিশ, গ্রাম পুলিশের যৌথ অভিযান “ব্লক রেইড” পরিচালনা কালে ২টি বাল্য বিবাহ বন্ধ ও ৪২ গ্রাম হিরোইন, ইয়াবা,চোলাই মদ সহ ১২ চিহ্নিত মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত সকলেই একাধিক মামলার আসামী। ৯-০৬-২০১৯ ইং দুফুর বেলা ২:০০ ঘটিকা হতে ১০০ জন গ্রাম পুলিশ ও ১০০ জন পুলিশ সদস্যে সহ মোট ২০০ জনের সমন্বয়ে ৩০ মিনিট এর ঝটিকা অভিযান পরিচালনা করা হয়। এবং অভিযানে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রচলিত মাদক আইনে মামলা দায়েরের পর জেলা কারাগারে প্রেরন করা হয়। এমন ব্যাতিক্রমি অভিযান সম্পর্কে অফিসার ইনচার্জ সাহরাওয়ারর্দী হোসাইন জানান, মাননীয় পুলিশ সুপার স্যারের নির্দেশনায় আমি মাদক নির্মুলে ও নওগাঁকে মাদকমুক্ত নওগাঁ গড়ার লক্ষ্য হিসেবে গড়ে তুলতেই এমন পরিকল্পনা গ্রহন করেছি। শহরের নুনিয়া পট্টি থেকে হিরোইন, ইয়াবা, চোলাই মদ সহ ১২ চিহ্নিত মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার করেছি এবং দুইটি বাল্য বিবাহ বন্ধ করতে সক্ষম হয়েছি। এবং অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। এসময় তিনি বলেন মাদক নির্মূলে প্রয়োজনে আরও কঠিন ব্যাবস্থা গ্রহন করা হবে । মাদক, জঙ্গীবাদ, বাল্য বিবাহ্, সংক্রান্ত বিষয়ে তিল পরিমান ছাড় দেওয়া হবেনা। কোন প্রকার সুপারিশ গ্রহন করা হবেনা। মাদক সেবক ও ব্যাবসায়ীকে নওগাঁতে শান্তিতে ঘুমাতে দেওয়া হবেনা। মাদক নির্মূলে নওগাঁ পুলিশ বদ্ধপরিকর।এ ব্যাপারে তিনি নওগাঁবাসির সহযোগিতা কামনা করেন।
Discussion about this post