বিশেষ প্রতিনিধিঃইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, সরকার মানুষকে ঘরে থাকার আহ্বান জানাচ্ছেন। ঘরে থাকতে হলে মানুষের ঘরে খাবার পৌঁছে দিতে হবে। ঘরে খাবার থাকলে বাইরে বের হওয়ার কোন প্রয়োজন পড়ে না।
শুক্রবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের ভাসানটেক থানার বিভিন্ন এলাকায় কর্মহীন, আশ্রয়হীন ও অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন গাজী আতাউর রহমান বলেন, করোনা ভাইরাসের জন্য সারাদেশ লকডাউন চলছে।
যারা প্রতিদিন কাজ না করলে পেটে ভাত জুটে না এবং যাদের ঘর-বাড়ী কিছুই নেই, তাদের কি হবে? তাদের জন্য সরকারের পক্ষ থেকে খাবারের ব্যবস্থা না করে শুধু ঘরে বসে থাকার নির্দেশ দিলেই মানুষ ঘরে বসে থাকবে না। তাদের ঘরে খাবার পৌঁছে দেয়ার ব্যবস্থা করতে হবে।তিনি বলেন, মহামারি ক্রমেই ব্যাপকতা লাভ করছে। এমতাবস্থায় নিরাপদে থাকার সাথে সাথে তওবা ইস্তেগফার করতে হবে এবং বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাড়াতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ভাসানটেক থানা সভাপতি মুহা. লুৎফুর রহমান, সেক্রেটারী কামরুল ইসলাম ও যুবনেতা মাওলানা আলী হুসাইন প্রমুক