ধর্ষণ, প্রতারণা, জোর করে গর্ভপাতে বাধ্য করাসহ একাধিক অভিযোগ থাকা সত্ত্বেও মিঠুন চক্রবর্তীর ছেলে মিমো শেষপর্যন্ত বিয়ে সেরেই ফেলেছেন। মঙ্গলবার এক সাদামাঠা অনুষ্ঠানের মাধ্যমে দক্ষিণী অভিনেত্রী মাদালসাকে বিয়ে করেছেন মহাক্ষয় চক্রবর্তী ওরফে মিমো।
তাদের বিয়ের সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। মিমো বর্তমানে জামিনে মুক্ত রয়েছেন। গত ৭ জুলাই উটির হোটেলে মাদালসা ও মিমোর বিয়ের কথা থাকলেও সেদিন ওই হোটেলে পুলিস হাজির হওয়ার পরেই কনেপক্ষ অনুষ্ঠানস্থল ছেড়ে চলে গিয়েছিলো।
কিছুদিন আগেই মিমোর বিরুদ্ধ ধর্ষণ ও বিয়ের প্রতিশ্যুতি দিয়ে সহবাস, প্রতারণা ও জোর করে গর্ভপাত করতে বাধ্য করার অভিযোগ আনেন এক ভোজপুরি অভিনেত্রী। পাশাপাশি প্রতারণা ও হুমকির অভিযোগ আনা হয়েছে মিঠুনের স্ত্রী যোগিতা বালির বিরুদ্ধেও।
দিল্লির রোহিণী আদালতে উঠেছে এই মামলা। আদালত মিমো ও যোগিতা বালির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে এফআইআরের নির্দেশ দিয়েছে। বলা হয়েছে, এফআইআরে প্রতারণা ও জোর করে গর্ভপাতের অভিযোগও সামিল করতে হবে।
ওই অভিনেত্রীর অভিযোগ, কাজের সূত্রে তিনি ২০১৫-র এপ্রিল মাসে মিমোর বাড়ি গিয়েছিলেন। তখন থেকে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক করেন মিমো। তারপর থেকে নিয়মিত তাদের মধ্যে সম্পর্ক হয়, মিমো তাকে বারবার বিয়ের প্রতিশ্রুতি দিয়েছেন। ওই তরুণী গর্ভবতী হয়ে পড়লে মিঠুনপুত্র তাকে গর্ভপাতের ট্যাবলেট খাওয়ান। বলেন, এখন বাচ্চা হলে তার ক্যারিয়ার নষ্ট হবে।
Discussion about this post