কবিতাঃমিথ্যা অহংকারের কারাবাস
কবিঃশেখ আশরাফুল ইসলাম,
চমৎকৃত হয় আমাদের রক্তে মাংসে গড়া দেহ,
দুঃখ, কষ্ট দেখার নেই যে আমাদের কেহ।
রক্তে রক্তে লড়াই, রক্তকে রক্ত নিয়ে বড়াই।
মিথ্যা হাহাকার দেহের মাঝে ছড়াই।
হিংসা ঝুড়ি গিয়েছে ভরে,
তাই মোরা মানবতা থেকে গিয়েছিস সরে।
কলঙ্ক আমাদের করছে বিকলাঙ্গ।
মিথ্যার পাহাড়ে দেই আমরা সঙ্গ।
দেখাবি সমাজ আর রাষ্ট্র মিথ্যা দম্ভ।
এক রাষ্ট্র এক রাষ্ট্রে শক্তি বলে দেয় হারিয়ে,
মানবতা সত্যি কোথায় দাঁড়িয়ে?
ধর্মে বিধর্মে মারামারি
মিথ্যা অহংকার নিয়ে ছড়াছড়ি।
কোন রাষ্ট্র প্রধান আজীবন বিশ্বে স্থায়ী?
অস্থায়ী তবুও কেন?
এমন কারাবাস।
মিথ্যা বড়াইয়ে করছি সকলে সকলের সর্বনাশ।
Discussion about this post