৭১ বাংলাদেশ প্রতিনিধিঃবরগুনায় রিফাত হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতা পাওয়ায় দিনভর জিজ্ঞাসাবাদ শেষে স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে মঙ্গলবার ১৬ জুলাই গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।এক প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে বরগুনা পৌরসভার মাইঠা এলাকার নিজ বাসা থেকে তাকে পুলিশ লাইনে আনা হয়। রাতে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনার পুলিশ সুপার মো. মারুফ হোসেন।
পুলিশ সুপার মো. মারুফ হোসেন বলেন, রিফাত শরীফ হত্যা মামলার ১ নম্বর সাক্ষী ও প্রত্যক্ষদর্শী মিন্নি। তার বক্তব্য রেকর্ড ও তাকে জিজ্ঞাসাবাদের জন্য বরগুনা পুলিশ লাইনে আনা হয়। রাতে তাকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়।