কবিঃ রফিকুল ইসলাম (খোকন)
মুসলিম নিধনে গভীর চক্রান্ত
সূক্ষ্ম পরিকল্পনা এঁটেছে ওরা।
ফাঁদ পেতেছে নানা রকম
কিনে নিচ্ছে নামি,দামি জ্ঞানী’র মাথা ,
অর্থ,ক্ষমতার লোভে নত করছে শির
ওরা নয়তো মুসলিম-মুসলিম নামে মুনাফিক।
আজ তাবলীগ জামাতের ভিতর বিভ্রান্তি
রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হচ্ছে তাবলীগের সাথী।
ভাইয়ের রক্তে-হাত রাঙিয়েছে ভাই
মুসলিমের হাতে কেন-মুসলিম মার খায়।
ইয়াজিদের দিন কায়েম করতে চাচ্ছে যারা
চোখ থাকতে অন্ধ তারা।
একদিন অনুতাপের আগুনে জ্বলবে তারা
তোমার হাতে তোমার ভাইয়ের হলো শেষ যাত্রা
কেন,কোন উদ্দেশ্য এই বিভাজন
কেন বুঝতে পারছোনা, সাথী,ভাই,স্বজন।
ইহুদি,খ্রিস্টানের মুসলিম নিধন চক্রান্ত
সা’দকে দিয়ে করতে চাচ্ছে বাস্তবায়ন।
কোরআন,সুন্নাহ্ থাকতে হাতে
তবুও কেনো তোমরা আজ ভ্রান্ত পথে।
ইসলাম ধ্বংসের ষড়যন্ত্রকারী শক্ররসাথে এক কাতারে
ইসলাম কখনো হবে না শেষ,ইসলাম জাগ্রত কেয়ামত পর্যন্ত।
মুসলিম নিধনে গভীর চক্রান্ত