শারমিন আক্তার,ফেনী প্রতিনিধিঃ৩রা মার্চ রোববার ফেনীর ডাক্তার পাড়ায় মেয়ের পরকিয়া প্রেমের জের ধরে লায়লা বেগম(৫০) নামে এক নারী ৫ তলা থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে। এ ঘটনায় সদ্য প্রবাস ফেরত জামাতাকে আটক করেছে ফেনী মডেল থানা পুলিশ। জানা গেছে নিহত নারীর স্বামীর নাম কামাল উদ্দিন,সে ফুলগাজীর আনন্দপুর ইউনিয়নের হাসনাবাদ গ্রামের বাসিন্দা। তারা ফেনী শহরের উত্তর ডাক্তার পাড়া এলাকায় একটি বাসায় মা-মেয়ে ভাড়া থাকতেন। গত তিন দিন আগে প্রবাস থেকে মেয়ের জামাতা আসলে মেয়ের পরকিয়া প্রেমের জের ধরে পারিবারিক কলহ চলতে থাকে।এরই জের ধরে রোববার বেলা সোয়া ১১ টার দিকে লায়লা বেগম ৫ তলা থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে বলে প্রবাসী জামাতা পুলিশকে জানান। তাৎক্ষনিক শাশুড়িকে ওই জামাতা ফেনী সদর হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। মেয়ের জামাতা পুলিশ হেফাজতে রয়েছে বলে পুলিশ জানান। ফেনী মডেল থানার সহকারী পরিদর্শক (এসআই) রাশেদ হক এক নারীর মৃতদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন ।