অন্তর আহম্মেদ নওগাঁ প্রতিনিধিঃনওগাঁ সদরে শাকিব (১৮) নামে এক যুবকের ঝুলন্ত মরাদেহ উদ্ধার করেছে নওগাঁ সদর থানা পুলিশ। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বাগবাড়ি নামক এলাকা থেকে এক মোটরসাইকেল গ্যারেজ হতে লাশটি উদ্ধার করা হয়। সাকিব একই গ্রামের মামুনুর রশিদ এর ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, শাকিব তার বাবার মোটরসাইকেল গ্যারেজে কাজ করত। সকালে তার গ্যারেজ খুলতে দেরি হয় এলাকাবাসী তাকে বাহির থেকে অনেক ডাকা ডাকি করলেও ভেতর থেকে তার কোন প্রকার সাড়া শব্দ না পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে শাকিবের গ্যারেজের দরজা ভেঙ্গে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে । নওগাঁ সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাই প্রাথমিক তদন্তে জানান এটি একটি আতœহত্যা বলে মনে হচ্ছে। ঘটনার খবর পাওয়ার পর লাশটি উদ্ধার করে নওগাঁ সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে নওগাঁ সদর মডেল থানায় একটি মামলা করা হয়েছে।