তপু রায়হান রাব্বী, জেলা প্রতিনিধিঃ ময়মনসংহের ভালুকা উপজেলায় মোঃ রনি ঢালী (১৭) নামরে প্রশ্নপত্র ফাঁস প্রতারক চক্ররে এক সদস্যকে র্যাপডি অ্যাকশন ব্যাটালয়িন (র্যাব) গ্রেফতার করে। ৯ই এপ্রিল রোজ সোমবার দুপুরে র্যাব-১৪ থেকে পাঠানো প্রশ্নে বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রনি ভালুকা উপজেলার হবরিবাড়ি ইউনয়িনরে লবনকোঠা এলাকার মোঃ আব্দুল খালেক ঢালীর ছেলে। র্যাব জানায়, সামাজকি যোগাযোগ মাধ্যমে তদারকী করে প্রশ্নপত্র ফাঁস প্রতারক চক্রকে শনাক্ত করা হয়। পরে তথ্য ও প্রযুক্তরি সহায়তায় তাদরে অবস্থান নশ্চিতি হয়ে গত ৮ই এপ্রলি রোজ রোববার দিবাগত রাতে র্যাবরে সহকারী পুলশি সুপার (এএসপি) শ্রীঃ গৌতম দবেরে নতেৃত্বে লবনকোঠা এলাকায় অভিযান চালিয়ে রনিকে গ্রেফতার করা হয়। প্রাথমকি জিজ্ঞাসাবাদে প্রশ্নপত্র ফাঁস চক্ররে সঙ্গে তার সংশ্লষ্টিতা রয়ছেে বলে স্বীকার করে রনি। সামাজকি যোগাযোগ মাধ্যমরে বিভিন্ন অ্যাপস ব্যবহার করে এইচএসসি পরীক্ষাকে পুঁজি করে চক্রটি বভিন্নি ধরণরে প্রতারণামূলক র্কাযক্রম চালয়িে আসছিলো। গ্রেফতার রনির বিরোদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে ভালুকা মডলে থানায় একটি মামলা দায়রে করা হয়ছেে বলওে বিজ্ঞপ্তিতে জানানো হয়।