কবিতাঃযদি পাখি হতাম
কবি -আহমেদ কবির
আমি যদি পাখি হতাম
থাকত ডানা দুটি,
উড়ে গিয়ে বৃক্ষের ডালে
করতাম ছুটাছুটি।
দিক-বিদিকে উড়ে যেতাম
ভর করিয়া ডানাতে,
থাকত না তো পায়ে বেড়ি
ঘুরতাম অজানাতে।
মনের সুখে উড়তাম তবে
ঐ না গগন চুড়ে,
উড়ে উড়ে যেতাম আমি
দূরে- বহুদূরে।
দেখতাম উড়ে এ দেশটাকে
পাহাড়,নদী ঐ বন,
থাকত না কো দুঃখ মনে
জুড়াতো তনু-মন।
কবি-আহমেদ কবির
ঠিকানাঃ চরচারতলা, আশুগঞ্জ,ব্রাহ্মণ-বাড়িয়া