যুক্তরাষ্ট্রের ভীতি প্রদর্শনকারী আচরণের বিরুদ্ধে অবস্থান নেয়ার জন্য বিশ্বের প্রতি আহবান জানিয়েছেন ইরানের প্রধানমন্ত্রী। ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তিতে আবদ্ধ ও বাণিজ্যিক মিত্র দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের পাঠানো এক চিঠিতে মোহাম্মদ জাভাদ জারিফ তাদের প্রতি এমন আহবান জানিয়েছেন। তিনি তাদেরকে আহবান জানিয়েছেন যে, যুক্তরাষ্ট্র পারমাণবিক চুক্তি থেকে বের হয়ে যাওয়ায় ইরানের যে ক্ষতি হয়েছে চুক্তি বাঁচাতে চাইলে তারা যেন সে ক্ষতি পূরণ করে। এ খবর দিয়েছে আল জাজিরা।
জারিফকে উদ্ধৃত করে খবরে বলা হয়, দীর্ঘদিনের নিখুঁত, স্পর্শকাতর ও ভারসাম্যপূর্ণ বহুপক্ষীয় আলোচনা শেষে পারমাণবিক চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। তবে সম্প্রতি যুক্তরাষ্ট্র চুক্তিটি থেকে সরে গেছে। নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরানের ওপর।
২০১৫ সালে করা চুক্তিটিতে ফেরত আসার জন্য ইরানকে বেশকিছু শর্ত দিয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু জারিফ জানিয়েছেন, ওই শর্তগুলো মেনে নিয়ে পুনরায় চুক্তি নিয়ে আলোচনায় বসবে না ইরান।
জারিফ বলেন, পারমাণবিক চুক্তিটি থেকে যুক্তরাষ্ট্রের অবৈধ প্রত্যাহার ও অন্যান্য সরকারকে তাদের সারিতে নিয়ে যাওয়ার জন্য তাদের ভীতি প্রদর্শনের পদ্ধতি আন্তর্জাতিক পরিমণ্ডলে আইনের শাসন লঙ্ঘন করেছে।
উল্লেখ্য, ২০১৫ সালের জুনে ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তিতে স্বাক্ষর করে বিশ্বের ছয় শীর্ষ দেশ। ভিয়েনায় নিরাপত্তা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, চীন ও জার্মানি চুক্তিটিতে স্বাক্ষর করে। চুক্তি অনুযায়ী ইরান তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ রাখবে। স্থগিত রাখবে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম। বদলে দেশটির ওপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে।
তবে ৮ মে , চুক্তি থেকে সরে যাওয়ার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইরানের সঙ্গে নতুন করে কোনও সমঝোতায় পৌঁছানোর জন্য তেহরানকে বেশ কিছু শর্ত বেধে দেন। তেহরান তাৎক্ষণিকভাবে ওইসব শর্ত প্রত্যাখ্যান করে।
Discussion about this post