যুদ্ধ নয় শান্তি চাই
কবিতাঃ রফিকুল ইসলাম (খোকন)
যুদ্ধ নয় শান্তি চাই
লেখক মোরা লিখে যাই
কে শোনে কার কথা?
ওরা দিতে চায় ওদের শক্তির পরীক্ষা ,
পারমাণবিক শক্তিধর দেশগুলা
উস্কানি মুলক তাদের কথাবার্তা
উত্তর কোরিয়া বার – বার চালায়
তাদের ক্ষেপেণাস্ত্র পরীক্ষা
এতো নয় ভাল লক্ষণ।
তৃতীয় বিশ্বযুদ্ধের হতে চলছে আগমন?
ইসরাইলের আগ্রাসন -ফিলিস্তিনির উপর
ভারত-পাকিস্তান বাক যুদ্ধে
লেগে থাকে সারাক্ষণ।
তার উপর যুক্তহলো মায়ানমার
ওদের পিছনে আছে রাঘবোয়াল
ভারত-চীন-রাশিয়া-ইসরাইল।
তাদের উস্কানিতে আন্তর্জাতিক সীমান্ত
আইন লঙ্গন করে মাইন ফিট করছে।
তবে কি তৃতীয় বিশ্বযুদ্ধের আগমন ঘটতে চলছে?
যুদ্ধ শুরুহলে পরে
কে জীতবে কে হারবে সেটা পরের কথা
তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাবে?
কোটি-কোটি লোক প্রাণ হারাবে
শত শত পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটবে।
জীবন হয়ে যাবে দুরভিসন্ধি
পৃথিবী হারাবে তার প্রকৃত সৌন্দর্য ভূমি
পারমাণবিক ভোমার বিস্ফোরণের ফলে
পরবর্তী প্রজন্ম যারা আসবে – তারা হবে প্রতিবন্ধী।
তাই যুদ্ধ নয় – শান্তি চাই
আসুন সবাই মিলে সুন্দর পৃথিবী সাজাই
Discussion about this post