খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় এক উপজাতি যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার রাবার বাগানের যৌথ খামার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ তাৎক্ষণিকভাবে নিহতের নামপরিচয় জানাতে পারেনি। দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দিন ভুইঁয়া জানান, সকাল নয়টার দিকে যৌথ খামার এলাকা থেকে গুলিবিদ্ধ এক উপজাতি যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। পাহাড়ে আঞ্চলিক দলগুলোর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে ।