শারমিন আক্তার,ফেনী প্রতিনিধিঃফেনী সদর উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত স্বতন্ত্র প্রার্থী এম আযহারুল হক আরজুকে আটক করেছে পুলিশ। রোববার (৩১ মার্চ) রাতে ধর্মপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, আটককৃত আরজুর বিরুদ্ধে আটটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। উল্লেখ্য, আরজু ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকমের বিরুদ্ধে আনারস প্রতীকে প্রার্থী হয়েছিলেন। ভোটে ১২৭টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রাপ্ত ফলাফলে দেখা যায়, এ উপজেলায় চেয়ারম্যান পদে আবদুর রহমান বিকম (নৌকা) ৪১ হাজার ৭৬৮ ভোট পেয়ে নির্বাচিত হন। অপরদিকে, আজহারুল হক আরজু (আনারস) পেয়েছেন ৫ হাজার ২৫০ ভোট। এম আজহারুল হক আরজু এক সময় জেলা যুবলীগের আহ্বায়ক ও জেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন।
Discussion about this post