ইরানি পরিচালকের সিনেমায় ঢাকাই সিনেমার সুপারস্টার অনন্ত জলিল নতুন ছবির নাম ঘোষণা করতে চলেছেন। দীর্ঘ দিন বিরতি পর এবার তিনি ফিরছেন ‘দিন- দ্য ডে’ নামের ছবি নিয়ে।ইরানের সঙ্গে যৌথ প্রযোজনায় ছবিটি নির্মিত হবে। ছবিটি পরিচালনা করবেন ইরানের স্বনামধন্য পরিচালক মুর্তজা অতাশ জমজম। বাংলাদেশ থেকেও একজন পরিচালক থাকবেন। ছবিতে বাংলাদেশ থেকে অভিনয় করবেন অনন্ত জলিল ও বর্ষা। তাদের সঙ্গে ছবির নতুন আকর্ষণ হিসেবে দেখা যাবে সুমন ফারুককে। বাংলাদেশের পাশাপাশি ইরানেরও একঝাঁক জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীও এ ছবিতে অভিনয় করবেন। এছাড়া লেবাননেরও কয়েকজন বিখ্যাত অভিনেতা ও অভিনেত্রীর ছবিটিতে অভিনয় করার কথা রয়েছে। একইভাবে নতুন মুখ খোঁজার জন্য অনন্ত জলিল এবং বর্ষা আয়োজিত ‘ট্যালেন্ট হান্ট’ প্রতিযোগিতার বেশ কিছু শিল্পীকেও দেখা যাবে এই সিনেমায়। এ বিষয়ে চুক্তি সম্পাদিত হয়েছে গত বৃহস্পতিবার (১৮ অক্টোবর)। ইরানের রাজধানী তেহরানের বিখ্যাত এসপিনাস প্যালেস হোটেলে এ চুক্তি সম্পাদিত হয়। এ সময় ছবির নতুন হিরো সুমন ফারুক, ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম, ঢাকাস্থ ইরানিয়ান কালচারাল সেন্টারের সাবেক কাউন্সেলর সাইয়্যেদ হুসাইনি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক মুমিত আল রশিদ এবং অনন্ত জলিল উপস্থিত ছিলেন। মুমিত আল রশিদ বলেন, ইরানের অনেক গুরুত্বপূর্ণ স্থানে আকর্ষণীয় চিত্রায়ন হবে ছবিটিতে বিশেষ চমক থাকবে যা সিনেমায় নতুনত্ব আনবে। ছবিটি কয়েকটি ভাষায় ডাবিং করে তিন চারটি দেশে মুক্তি পাবে।
Discussion about this post