৭১ বাংলাদেশ ডেস্কঃ বাংলাদেশ ছাত্রলীগের ২৯তম সম্মেলনে যেকোন পদে প্রতিদ্বন্ধীতা করলে নুরুল অাজিম রনির পাশে থাকার ঘোষনা দিয়েছেন সিদ্দিকী নাজমুল।রনি চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সদ্য বিদায়ী সাধারন সম্পাদক।
নাজমুল বলেন, রনি সন্ত্রাসী বা চাঁদাবাজ নয়। সে ছাত্রলীগের মানবতার ফেরিওয়ালা। রনি চতুর্মূখি ষড়যন্ত্রের শিকার। ছাত্রলীগ তার দায়ীত্ব নেয়া দরকার অাবার সেও ছাত্রলীগের নেয়া দরকার।
উল্লেখ্য, স্থানীয় নির্বাচনের সময় অস্ত্র উদ্ধার দেখিয়ে সাজা দেয়ার ঘটনায়ও রনির পাশে ছিলেন নাজমুল।এর অাগে,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গত বুধবার দেশে ফেরত অাসেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক নাজমুল। তিনি অভিমান করেই দীর্ঘদিন যুক্তরাজ্যে অবস্থান করছিলেন।