বৃষ্টির মধ্যেও রাইফা খানের মৃত্যুর সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের শহীদ মিনার প্রাঙ্গণে সাংবাদিক-জনতার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শিশু রাইফা হত্যার সাথে জড়িত অবৈধ ও অনুমোদনহীন ম্যাক্স হাসপাতাল বন্ধ করা, ভুল চিকিৎসা ও অবহেলায় রাইফা’র মৃত্যুর জন্য দায়ী চিকিৎসকদের শাস্তি এবং সাংবাদিকদের হুমকি-ধমকি প্রদানকারী ডা. ফয়সাল ইকবালের সনদ বাতিলের দাবি জানানো হয় সমাবেশ থেকে।
সিইউজের সভাপতি নাজিমুদ্দীন শ্যামলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সিইউজের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ ও রিয়াজ হায়দার চৌধুরী, বিএফইউজের সহ-সভাপতি শহীদ উল আলম ও যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, চট্টগ্রাম প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি কাজী আবুল মনসুর, সাধারণ সম্পাদক শুকলাল দাশ ও যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ, সিইউজে’র সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, যুগ্ম সম্পাদক সবুর শুভ প্রমুখ।