মোঃ কামাল হোসেনঃরাঙ্গুনিয়া নাপিত পুকুরিয়া ৯ নাম্বার ওয়ার্ডের ব্রিজঘাট এলাকায় বজ্রপাতে একটি গর্জন গাছে আগুন ধরে যায়। বজ্রপাতের বিকট আওয়াজে স্থানীয় ব্রিজঘাট এলাকার জয়নাল আবেদীন এর পুত্র মোঃ আলম (৩১) গুরুত্বর আহত হন।
স্থানীয়রা আহত মোঃ আলমকে উদ্ধার করে চন্দ্রঘোনা খৃশ্চিয়ান হাসপাতালে ভর্তি করেন। আহত মোঃ আলম বর্তমানে খৃশ্চিয়ান হাসপাতালের ১ নাম্বার ওয়ার্ডের ৭ নাম্বার সিটে চিকিৎসাধীন আছে।সুত্র জানিয়েছে ২৪ এপ্রিল শুক্রবার বিকাল ৫ ঘটিকায় এ ঘটনা ঘটে।
ঘটনার খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস ঘঠনাস্থলে ছুটে গিয়ে আগুন নিযন্ত্রনে আনে।